ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে ‘গুডবাই’ জানাতে আফ্রিদিকে উপদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মে ৬, ২০১৬
ক্রিকেটকে ‘গুডবাই’ জানাতে আফ্রিদিকে উপদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ইংল্যান্ড সফরের প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাচ্ছেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এমন বাজে পরিস্থিতিতে দেশটির সাবেক এই অধিনায়ককে ক্রিকেট থেকেই সড়ে দাঁড়াতে উপদেশ দিয়েছেন দেশটির কিংবদন্তি লেগ-স্পিনার আবদুল কাদির।

 

আফ্রিদির প্রসঙ্গে কাদির জানান, আমি মনে করি আফ্রিদির ক্রিকেটকে দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এখনই সময় ক্রিকেটকে তার ‘গুডবাই’ জানানো।

 

গত সোমবার (০২ মে) পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম উল হক জানান, সদ্য শেষ হওয়া পাকিস্তানের ওয়ানডে কাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে ক্রিকেটারদের নির্বাচন করা হবে। একটি খসরা তালিকা প্রস্তুত করে তিনি বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খানের কাছে জমা দিয়েছেন। সেখানে সম্ভাব্য ৩৫ জনের প্রাথমিক তালিকায় নেই আহমেদ শেহজাদ, উমর আকমল ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়া আফ্রিদির নাম।

এ প্রসঙ্গে ইনজামাম জানান, আফ্রিদির বর্তমান পারফরমেন্স আস্থাজনক নয়। তাই আমি চাই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য আমাদের যে অনুশীলন ক্যাম্প চলবে সেখানে তাকে না রাখতে। এতে সে লম্বা সময় বিশ্রাম পাবে। তার পুরোনো ফর্মে ফেরার জন্য এ সময় সে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পাবে।

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ ছিল পাকিস্তান। দেশে ফিরে বোর্ডের কাছে ব্যর্থতার কারণ উল্লেখ করে রিপোর্ট করেন সে সময়কার কোচ ওয়াকার ইউনুস ও দলের ম্যানেজার ইন্তিখাব আলম। তাদের রিপোর্টে ছিল এশিয়া কাপের আসর ও বিশ্বমঞ্চের আসরে আফ্রিদি সিরিয়াস ছিলেন না, টিম মিটিংয়েও অনুপস্থিত থাকতেন। শুধু তাই নয়, দলের অনুশীলনেও সব সময় থাকতেন না আফ্রিদি। রিপোর্টে পরামর্শ দেওয়া হয় আফ্রিদি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও পাকিস্তান জাতীয় দলের ভালোর জন্য তাকে দল থেকে দূরে রাখা দরকার।

ইংল্যান্ড সফরে পাকিস্তান চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।