ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজ ঝলকে গুজরাটের বিপক্ষে ‘অজেয়’ হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
মুস্তাফিজ ঝলকে গুজরাটের বিপক্ষে ‘অজেয়’ হায়দ্রাবাদ ছবি: সংগৃহীত

ঢাকা: গুজরাট লায়ন্সের বিপক্ষে ‘হোম-অ্যাওয়ে’ দু’টি ম্যাচেই জিতল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। বরাবরের মতোই মুস্তাফিজের বোলিং নৈপুণ্যের সঙ্গে ভুবনেশ্বর-নেহরার নিয়ন্ত্রিত বোলিংয়ে ছয় উইকেট হারিয়ে মাত্র ১২৬ রানের পুঁজি দাঁড় করায় সুরেশ রায়নার গুজরাট।

জবাবে এক ওভার ও পাঁচ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স।

টুর্নামেন্টে প্রথম দেখায় (২১ এপ্রিল) গুজরাটের মাঠেই গুজরাটকে দশ উইকেটে হারের লজ্জায় ডোবায় হায়দ্রবাদ। এবার ৬ মে’র ফিরতি ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। অধিনায়কের আস্থার প্রতিদানই দেন মুস্তাফিজরা। নিজেদের ইনিংসে আগের ম্যাচের ১৩৫ রানও যে টপকাতে পারেননি গুজরাটের ব্যাটসম্যানরা।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কোরবোর্ডে মাত্র ১২৬ রান তুলতে সমর্থ হয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানধারীরা। চার ওভারে ১৭ রানের বিনিময়ে দু’টি উইকেট নিয়ে উইকেট প্রাপ্তির তালিকায় দুই অঙ্কের ঘরে প্রবেশ করেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। আইপিএলে এবারের আসরে মুস্তাফিজই একমাত্র বোলার যিনি কোনো ম্যাচে তিন উইকেট না নিয়েও ১০ বা তার বেশি উইকেট লাভ করেছেন।  

সহজ লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যে দারুণ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার (২৪) ও কেন উইলিয়ামসনের (৬) উইকেট হারিয়ে খানিকটা চাপের মুখে পড়ে সানরাইজার্স। ইনজুরি কাটিয়ে এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমে ‘টেস্টসুলভ’ ইনিংস খেলে সাজঘরে ফেরেন যুবরাজ সিং (১৪ বলে ৫)। তবে দলের হাল ধরেন ওপেনার শিখর ধাওয়ান।

ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ধাওয়ান। তার ৪০ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ছয়টি চারের ‍মার। এছাড়া ময়েজেস হেনরিকস ১৪ ও দিপক হুদার ব্যাট থেকে আসে ১৮।

গুজরাটের হয়ে দু’টি করে উইকেট নেন ধাওয়াল কুলকার্নি ও ডোয়াইন ব্রাভো। বাকি উইকেটটি নেন প্রবীন কুমার।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা গুজরাটকে প্রথম দুই ওভারে রানই করতে দেননি ভুবনেশ্বর কুমার ও আশিষ নেহরা। ইনিংসের তৃতীয় ওভারের মাথায় তারা প্রথম রানের দেখা পায়। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান (৪২ বল) করে অপরাজিত থাকেন পাঁচ নম্বরে নামা অ্যারন ফিঞ্চ।

১৯ বল খেলে মাত্র ৭ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। আরেক ওপেনার ডোয়াইন স্মিথ ৯ বলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন। অধিনায়ক রায়নার ব্যাট থেকে আসে ১০ বলে ২০। ডোয়াইন ব্রাভো ও রবিন্দ্র জাদেজা দু’জনই ১৮ রান করে আউট হন।

মুস্তাফিজের পাশাপাশি ম্যাচসেরা ভুবনেশ্বরও দু’টি উইকেট লাভ করেন। স্মিথ ও রায়নার গুরুত্বপূর্ণ উইকেট লাভ করাতেই ২৮ রান দিয়েও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতেন ভুবনেশ্বর। দিনেশ কার্তিক (০) ও জাদেজাকে ফেরান মুস্তাফিজ। বাঁকি দু’টি উইকেট নেন বারিন্দার স্রান ও হেনরিকস। চার ওভারে ২৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন নেহরা।

এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে চার নম্বরে উঠে এসেছে ‍সানরাইজার্স। আট ম্যাচে পাঁচ জয় ও তিন হারে তাদের সংগ্রহ ১০। অন্যদিকে, ম্যাচ হারলেও ১২ পয়েন্ট (১০ ম্যাচে) নিয়ে দ্বিতীয় স্থানেই গুজরাট। সমান পয়েন্টে শীর্ষে এক ম্যাচ কম খেলা কলকাতা নাইট রাইডার্স।

আগামী রোববার (৮ মে) নিজেদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রবাদ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। এর আগে প্রথম দেখায় সানরাইজার্সের মাঠে সাত উইকেটে হেরেছিল মুম্বাই।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।