ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির শতকে ধোনির হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ৭, ২০১৬
কোহলির শতকে ধোনির হার ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো শতক হাঁকালেন বিরাট কোহলি। এবারের আইপিএল আসরে দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলপতি কোহলি।

মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে কোহলির দলও জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

 

এর আগে এবারের আসরে কুইন্টন ডি কক, স্টিভেন স্মিথদের সঙ্গে কোহলিও সেঞ্চুরি করেছিলেন। সেবার ম্যাচ জেতাতে না পারলেও আইপিএলের ৩৫তম ম্যাচ দুর্দান্ত শতক হাঁকিয়ে দলকে জিতিয়েছেন কোহলি।

বেঙ্গুলুরুতে কোহলিময় ম্যাচে আগে ব্যাট করে ধোনির পুনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। বিরাট টার্গেটে ওপেনিংয়ে নামা কোহলি ম্যাচের ১৯তম ওভারে শতক স্পর্শ করেন। ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বেঙ্গালুরু।

পুনের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন আজিঙ্কা রাহানে। শেন ওয়াটসনের বলে বোল্ড হওয়ার আগে রাহানে ৪৮ বলে ৮টি চার আর দুটি ছক্কা হাঁকান। আরেক ওপেনার উসমান খাজা ১৬ রান করে বিদায় নেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে তিন নম্বরে নামা সৌরভ তিওয়ারির ব্যাট থেকে। ৩৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে তিনি ইনিংসটি সাজান।

এছাড়া ধোনি ৯, থিসারা পেরেরা ১৪, জর্জ বেইলি ০, রজত ভাটিয়া ৯ আর অশ্বিন ১০ রান করেন।

বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন ওয়াটসন।

১৯২ রানের টার্গেটে বেঙ্গালুরুর দলপতি কোহলির সঙ্গে ওপেনিংয়ে নামেন লোকেশ রাহুল। ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নেন রাহুল। তবে, দলকে জিতিয়ে অপরাজিত থাকা কোহলি মাঠ ছাড়েন। এবারের আসরে তার দ্বিতীয় শতকের ইনিংসটি ছিল ১০৮ রানের। ৫৮ বল মোকাবেলা করে তিনি ৮টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান। ১৯তম ওভারে রুদ্রপ্রতাপ সিংয়ের বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন কোহলি।

এবিডি ভিলিয়ার্স এক রান করে বিদায় নেন। ক্রিস গেইল না থাকায় সুযোগ পাওয়া ট্রাভিস হেড ৬ রান করে অপরাজিত থাকেন। তবে, চার নম্বরে নামা ওয়াটসন ব্যাটে ঝড় তুলে মাত্র ১৩ বলে করেন ৩৬ রান। তার দানবীয় ব্যাটিংয়ে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।

১৯.৩ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে বেঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।