ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এলএমএস টুর্নামেন্টে জয়ী বাংলাদেশ ইউনিভার্সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ৮, ২০১৬
এলএমএস টুর্নামেন্টে জয়ী বাংলাদেশ ইউনিভার্সিটি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট লিগ ল্যাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা অর্জন করেছে বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)।

শনিবার (০৭ মে) ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ১৩ রানে পরাজিত করে হ্যাট্রিক শিরোপা অর্জনের রেকর্ড করলো বিশ্ববিদ্যালয়টি।



বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু জানান, বিইউ-২০১৫ সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গে বিবেক কাপে চ্যাম্পিয়ন, এরপর সেজান ইউনি ক্রিকেট টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়। এছাড়া গত বছর ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও রানার্সআপ হয় দলটি।

শনিবার বনানী ওয়াপদা মাঠে টস জিতে প্রথমে বিইউকে ব্যাট করতে পাঠায় নর্থ সাউথ ইউনিভার্সিটি। নির্ধারিত ২০ ওভারে বিইউ সবকটি উইকেট হারিয়ে ১৮০ সংগ্রহ করে।

বিইউর অধিনায়ক সায়মন ৫১ বলে ৯৭ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে ধাক্কা খায় নর্থ সাউথ ইউনিভার্সিটি।

অধিনায়ক ফায়াজ ও তূর্য দৃঢ়তার সঙ্গে রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। দলের পক্ষে ফায়াজ ৩৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচসেরা বিইউ’র সায়মন ও ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে বিইউ’র সামিউল ইসলাম সুমন। বোলার অব দ্য টুর্ন‍ামেন্ট হয়েছেন নর্থ সাউথের নাভেদ।

এলএমএস লিগ-২০০৫ সালে লন্ডনে চালু হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশেও এ লিগ খেলতে শুরু করেন ক্রিকেটাররা।

বাংলাদেশে এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলো আজকেরডিল.কম। বেভারেজ পার্টনার ছিলো গ্লোব সফট্ ড্রিংকস।

চ্যাম্পিয়ন দল বিইউ ট্রফির পাশাপাশি ৭০ হাজার টাকার প্রাইজমানি পেয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, এলএমএস ঢাকার ম্যানেজিং ডিরেক্টর রিফাত ইসলাম।

অন্যাদের মধ্যে আজকেরডিলের হেড অব অপারেশন দেবাশীষ ফনী, এলএমএস’র অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর হাসিব আহমেদ ও গ্লোব বেভারেজ লিমিটেডের ব্যান্ড অ্যাক্সিকিউটিভ সাব্বির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ০৮, ২০১৬
আরইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।