ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শুভ’র ফেরার তাগিদ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ৮, ২০১৬
শুভ’র ফেরার তাগিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর / সাজ্জাদ খান

ঢাকা: প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচ খেলে সোহরাওয়ার্দী শুভ উইকেট নিয়েছেন সাতটি। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের এ বাঁহাতি স্পিনারের কাছে অবশ্য উইকেটের চেয়ে ভালো বোলিংটাই আগে।

 

আলাপকালে শুভ জানান, ‘গুরুত্বপূর্ণ হলো আমার বোলিংটা ভালো হচ্ছে। মনের মতো বোলিং করতে পারছি। আমি যে জায়গায় বল করতে চাচ্ছি সেটা করতে পারছি। কন্ট্রোল ঠিক আছে কিনা, ছন্দ ঠিক আছে কিনা-এটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। সবই ঠিকঠাক হচ্ছে। এগুলো ঠিক থাকলে উইকেট আপনা-আপনি চলে আসবে। ’

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে সোহরাওয়ার্দী শুভর বোলিংটা আপ টু মার্ক মনে হচ্ছে। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘শুভ তোর বোলিং খুব ভালো হচ্ছে, এভাবেই চালিয়ে যা। ’ মিনহাজুল আবেদিন ভিক্টোরিয়ার চারটি ম্যাচই মাঠে থেকে দেখেছেন, জাতীয় দলের হয়ে ১৭টি ওয়ানডে খেলা সোহরাওয়ার্দী শুভকে উৎসাহ জানাতে তাই ভোলেননি।

নির্বাচকের এমন কথায় অনুপ্রাণিত হচ্ছেন সোহওরাওয়ার্দী শুভ। জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারেও আশাবাদী হয়ে উঠছেন, ‘নান্নু ভাইয়ের মন্তব্য আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটা একটা খেলোয়াড়ের আত্মবিশ্বাস নিচ থেকে উপরে নিয়ে যায়। তাদের কমেন্টস বা সিনিয়র প্লেয়ারদের একটা কমেন্টস অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতো। ’

২০১০ সালের মার্চে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় সোহরাওয়ার্দী শুভর। এরপর ওয়ানডেতে দলের নিয়মিত সদস্য হয়ে যান তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে জানায় দেড় বছরে জাতীয় দলের জার্সি গায়ে খেলেন ১৭টি ওয়ানডে। ২০১১ সালের অক্টোবরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে দল থেকে ছিটকে পড়েন শুভ। ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করার ম্যাচে শুভ নিয়েছিলেন সর্বোচ্চ তিনটি উইকেট।

এরপর আর জাতীয় দলের ধারে-কাছেও আসতে পারেননি শুভ। পাদপ্রদীপের আলো থেকে পুরোপুরি সরে যান এ স্পিনার। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচকের অনু্প্রেরণা, স্পিনার সংকট ও বোলিংয়ে ফিরে পাওয়া ছন্দ- এসব মিলে জাতীয় দলে ঢোকার ব্যাপারে ক্রমেই আশাবাদী হয়ে উঠছেন শুভ, ‘জাতীয় দলে আবার খেলার স্বপ্ন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিছু অনুশীলন করছি। ন্যাশনাল টিমে কামব্যক করার চেষ্টা করছি। এখন ন্যাশনাল টিমে বাঁহাতি স্পিনারের সংকট আছে। এটা আমার জন্য একটা ভালো সুযোগ। আল্লাহর রহমতে আমার ভালো বোলিং হচ্ছে, নির্বাচকরা দেখছেন। ভালো করলে নিশ্চয়ই তারা সুযোগ দেবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।