ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা তিনের টার্গেট সোহরাওয়ার্দীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ৮, ২০১৬
সেরা তিনের টার্গেট সোহরাওয়ার্দীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর / সাজ্জাদ খান

ঢাকা: প্রিমিয়ার লিগে দাপট এবার স্পিনারদের। চার রাউন্ড শেষে সেরা দশ বোলারের নয়জনই স্পিনার।

চার ম্যাচে সাত উইকেট নিয়ে সেরা দশে আছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বাঁহাতি স্পিনার সোহওরাওয়ার্দী শুভ। এবারের লিগে বল হাতে ছন্দে আছেন এ স্পিনার।

 

লিগের মাঝপথে ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন এ স্পিনার, লিগ শেষে সেরা তিনে নিজেকে দেখতে চান।

শুভ জানান, ‘বোলিংয়ে যেমন ছন্দ পাচ্ছি তাতে লক্ষ্য পূরণ করতে আশাবাদী আমি। তবে উইকেট পাওয়া অনেক ক্ষেত্রে ভাগ্যের ব্যাপারও। অনেক সময় একটা বোলার অনেক রান দিয়েও উইকেট তুলে নেয়। আমি  গুরুত্ব দিচ্ছি লাইন-লেন্থ ঠিক রেখে ভালো বোলিং করে যাওয়াকে। আল্লাহর রহমতে যেখানে বল ফেলতে চাচ্ছি সেখানে পড়ছে। ভালো বোলিং করলে উইকেট আপনা-আপনি চলে আসবে। ’

ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে দলের পারফরম্যান্সেও খুশি ভিক্টোরিয়ার এ সহ-অধিনায়ক, ‘চার ম্যাচের দুটিতে জয় ও একটিতে টাই, আমাদের দলের পারফরম্যান্স কিন্তু ভালো হচ্ছে। সবাই ভালো ক্রিকেট খেলছে। লিগে আমাদের দল ভালো একটা অবস্থানে যাবে, আশা করছি। ’

সোহরাওয়ার্দী শুভ এবারের প্রিমিয়ার লিগকে আগের লিগগুলোর চেয়ে এগিয়ে রাখছেন প্রতিযোগিতার দিক থেকে। তার মতে, এবারের লিগটা বেশ প্রতিযোগিতামূলক হচ্ছে। আগে তিন-চারটা দল শুধুই হারতো। এবার সেটা হচ্ছে না। তার মতে, ‘প্লেয়ারদের কোয়ালিটি বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে। এটা ‍খুব ভালো দিক। বেশি বেশি প্রতিযোগিতা হলে কোয়ালিটি বাড়বে। ইমপ্রুভ না করতে পারলে প্রতিযোগিতা ভালো হয় না। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।