ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান বোলারদের প্রসংশায় জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৯, ২০১৬
লঙ্কান বোলারদের প্রসংশায় জয়সুরিয়া সনথ জয়সুরিয়া-ছবি:সংগৃহীত

ঢাকা: সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কান ক্রিকেটের। ২০১৫ সালে ১১ টেস্টের মধ্যে দলটিকে সাত ম্যাচেই হার বরণ করতে হয়েছে।

তবে এক বছর পর লঙ্কান দলের প্রধান নির্বাচক হিসেবে ফিরেছেন সনথ জয়সুরিয়া। আর তিনি বিশ্বাস করেন, তাদের বোলিং আক্রমণ এখনও বিশ্ব সেরা।

জয়সুরিয়া বলেন, ‘একটি বিভাগে আমরা এখনও শক্তিশালী তা হলো বোলিং। আমাদের বিশ্ব সেরা বোলার রয়েছে। পাঁচজন ফাস্ট বোলারের সঙ্গে একজন স্পিনার যারা সবাই দারুণ অভিজ্ঞও। ’

আসছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কান পাঁচ ফাস্ট বোলাররা হলেন, ধামিকা প্রশাদ, শামিন্দা এরাঙ্গা, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমাল ও দাশমানথা চামিরা। প্রশাদ কাঁধের ইনজুরি থেকে ফিরে এসেছেন। আর আগের ইংলিশ সফরে হেডেংলিতে ১০০ রানের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন এরাঙ্গা ও প্রদিপ।

এদিকে চামিরা নতুন হলেও, তিনি তার গতি ও বাউন্সে গত নিউজিল্যান্ড সফরে মুগ্ধ করেছেন। দুই ম্যাচ টেস্টে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা উইকেট শিকারি হয়েছেন।

স্পিনারদের মধ্যে দলে রয়েছেন অভিজ্ঞ রঙ্গনা হেরাথ। তিনি সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা পোশাকে রয়েছেন ফর্মে। এখন পর্যন্ত ৬৭টি টেস্টে ২৯৭টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ০৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।