ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ৯, ২০১৬
মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্যাকে ছয় মাস ধরেও যারা দেখতে পারেননি তাদের জন্য একটি ছবি পোস্ট করেছেন টাইগারদের সেরা এই অলরাউন্ডার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব তার সন্তানের জন্মের পর তোলা ছবি পোস্ট করেছেন।

 

পরিবার-বন্ধু আর পরিচিতদের গণ্ডির বাইরে গত ছয় মাসে সাকিব আর উম্মে আহমেদ শিশিরের একমাত্র কন্যার মুখ দেখতে পারেননি তার অগনিত ভক্ত-সমর্থকরা।

 

কন্যা আলায়না হাসান অউব্রের বয়স ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে ফেসবুকে সাকিব নিজেই ছবি দিয়েছেন। জন্মের পর পর সাকিব-শিশিরের সঙ্গে মেয়ের তোলা ছবি সেটি। ইনসেটে এখনকার একটি ছবিও সেটে দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার।

শুধু ছবিই দেননি সাকিব। ছবির সঙ্গে কয়েক লাইনের একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। গতকালের (০৮ মে) পোস্ট করা স্ট্যাটাসটিতে তিনি বুঝাতে চেয়েছেন, ভক্ত-সমর্থকদের সঙ্গে মেয়ের পরিচয় করিয়ে দেওয়ার এর থেকে শুভ কোনো দিন হতে পারেনা।

স্ট্যাটাসটিতে লেখা ছিল, ‘নভেম্বর ৮, ২০১৫-আজ থেকে ঠিক ছয় মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোনো দিন ভাবতে পারি না যখন আমাদের মেয়ে আলায়না হাসান অউব্রে, যে কিনা আমাদের পৃথিবী-আমাদের সবকিছু, তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে। ’

ইংল্যান্ডের ঘরোয়া আসরে খেলার সময় উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়। ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জের মেয়ে শিশির সাকিবের জীবনে আসেন তার ঘরণী হয়ে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।