ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃথা যায়নি মমিনুলের শতক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
বৃথা যায়নি মমিনুলের শতক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: মমিনুল হক, আবদুল মজিদ আর আল আমিনের দুর্দান্ত ব্যাটিংয়ের পর চতুরাঙ্গা ডি সিলভার দারুণ বোলিংয়ে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। শীর্ষে থেকে মাঠে নামা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৫৯ রানে হারিয়েছে নাদিফ চৌধুরির ভিক্টোরিয়া।

 

সোমবার (০৯ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে মাঠে নামে আগের চার ম্যাচেই জয় পাওয়া প্রাইম দোলেশ্বর।

ভিক্টোরিয়ার দেওয়া ২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৩.৪ ওভারে গুটিয়ে যায় প্রাইম দোলেশ্বর। ২১১ রানে অলআউট হয় নাসির হোসেন, ফরহাদ রেজা আর জিয়াউর রহমানদের নিয়ে সাজানো দোলেশ্বর।

আগে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার হয়ে শতক হাঁকান মমিনুল হক। ১০৪ বলে সাজানো ইনিংসে তিনি ১২টি চার আর দুটি ছক্কা হাঁকান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ১০৪ রানের অসাধারণ এই ইনিংসটি।

এর আগে ওপেনিংয়ে নেমে ফজলে মাহমুদ রানের খাতা খোলার আগেই বিদায় নিলেও আরেক ওপেনার আবদুল মজিদ ৯৪ রানের ইনিংস খেলে শতকের আক্ষেপে পুড়েন। তার ১৩৭ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি। চার নম্বরে নামা আল আমিন ৪৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ভিক্টোরিয়ার বিদেশি ক্রিকেটার লঙ্কান চতুরাঙ্গা ডি সিলভা ৬ বলে দুটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত থাকেন।

ভিক্টোরিয়ার তিনটি উইকেটই দখল করেন ১০ ওভারে ৫৭ রান খরচ করা আল আমিন হোসেন।

২৭১ রানের টার্গেটে প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন ৪৩ রান করলেও আরেক ওপেনার রনি তালুকদার ২ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা ইনফর্ম ব্যাটসম্যান রকিবুল হাসান রান আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন।

লঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভা ২ রান করেন। নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৩৫ রান। ফরহাদ রেজা ২১, সাঞ্জামুল ইসলাম ১৪ রান করেন।

দোলেশ্বরকে ৪৩.৪ ওভারে গুটিয়ে দিতে বল হাতে ৫ উইকেট তুলে নেন ভিক্টোরিয়ার বিদেশি ক্রিকেটার ডি সিলভা। ৭.৪ ওভার বল করে এই লঙ্কান খরচ করেন ৩৬ রান। এছাড়া দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও আল আমিন।

এই জয়ের ফলে ভিক্টোরিয়া ৫ ম্যাচের তিনটিতে জিতে আর একটিতে টাই করে অর্জন করেছে ৭ পয়েন্ট। অপরদিকে, ৫ ম্যাচের চারটিতে জয় পাওয়া দোলেশ্বর ৮ পয়েন্ট অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।