ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রানে ফিরলেন সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
রানে ফিরলেন সৌম্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: হঠাৎ যেন  কি হলো সৌম্য সরকারের!  জাতীয় দলের এ ওপেনার ব্যাটিংয়ে ছন্দ হারিয়ে বসলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে। ব্যাটে রান পাওয়ার আক্ষেপে নিজেকে একরকম আড়াল করেই রেখেছিলেন সৌম্য।

খোলস ছেড়ে নিজেকে বের করতে চেয়েছিলেন প্রিমিয়ার লিগে।

 

বিশ্বকাপে রান-খরায় পড়া সৌম্য তা কাঁটাতে পারছিলেন না প্রিমিয়ার লিগেও। অবশেষে সোমবার (০৯ মে) মিরপুরে আবাহনীর বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলে রান-খরা কাঁটালেন লিজেন্ডস অব রুপগঞ্জের এ বাঁহাতি ওপেনার।   ৮৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ইনিংসে দলও পেয়েছে ২১ রানের দারুণ এক জয় (ডিএল মেথড)।

লিগের প্রথম চার ম্যাচে সৌম্যর ব্যাটে সর্বোচ্চ ইনিংস ছিল ২১ রানের। বাকি তিন ম্যাচে ১০, ১, ২০! অনেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো। বিশ্বমঞ্চের ৬ ম্যাচে সৌম্য করেছিলেন ৬০ রান (২০, ১২, ০, ১, ২১, ৬)।

টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতেই বেশি হাসে সৌম্যর ব্যাট। আন্তর্জাতিক ওয়ানডেতে (১৬ ম্যাচ)  সৌম্যর গড় ৪৯.৪২।   এমন একজন ব্যাটসম্যান কিনা ঘরোয়া লিগের বোলারদের সামলাতেই হিমশিম খেয়েছেন লিগের চার রাউন্ড পর্যন্ত!

অবশেষে ৮৪ রানের ইনিংস খেলে সৌম্য ভাঙলেন রান-খরার শৃংখল। এভাবেই হয়তো হাসবে তার ব্যাট। একবার ছন্দ হারালে তা ফিরে পাওয়া কতটা কষ্টকর, সেটি নিশ্চয়ই মাথায় রেখেই ব্যাট করবেন সৌম্য!

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।