ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি হলে ভালো হতো: সৌম্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
সেঞ্চুরি হলে ভালো হতো: সৌম্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

মিরপুর থেকে: ব্যাট হাতে বছরটা মোটেই ভাল কাটেনি টাইগার ওপনার সৌম্য সরকারের। বছরের শুরুতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরেজের ওয়ানডে ‍ও দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ব্যাট হাতেই নামতে পারেননি।

 

মার্চে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। পুরো টুর্নামেন্টে তার সর্বোচ্চ রান ছিল ৪৮, পাকিস্তানের বিপক্ষে। এরপর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১ রান, স্বাগতিকদের বিপক্ষে।

এরপর ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের প্রথম চার রাউন্ডেও রানের দেখা পাননি। এই চার ম্যাচে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ২১, প্রতিপক্ষ ছিল কলাবাগান ক্রিকেট একাডেমি। ব্যাট হাতে এই রানখরা টাইগার ওপেনার কাটালেন পঞ্চম রাউন্ডে এসে।

পঞ্চম রাউন্ডে আবাহনীর বিপক্ষে সৌম্যের ৮৯ বলে ৮৪ রানের ম্যাচ উইনিং ইনিংসে টুর্নামেন্টে তৃতীয় জয়ের দেখা পায় লিজেন্ডস অব রুপগঞ্জ। আর লস্বা সময় পর রানে ফিরে নিজের হারানো আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন বলে জানান সৌম্য।

সোমবার (০৯ মে) মিরপুরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্লেয়ার অব দ্য ম্যাচ সৌম্য জানান, আবাহনীর মতো বড় দলের বিপক্ষেই রানে ফিরে তুষ্ট। ইচ্ছে ছিল ইনিংসটা বড় করার। সুযোগে ছিলাম যে একটা ভাল দলের বিপক্ষে ভাল একটি ইনিংস খেলবো। এই ম্যাচে সেটা করেত পেরেছি। আবাহনীর বিপক্ষে ভাল করার ইচ্ছে ছিল। কারণ এবারের প্রিমিয়ার লিগে তারা ভাল দল। ’

সৌম্য রানে না থাকলেও ব্যাট হাতে ঠিকই রান পাচ্ছিলেন জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল, মমিনুল হক, মুশফিকুর রহিম ও নাসির হোসেন। তাই রানের জন্য মুখিয়ে ছিলেন সৌম্যও। অবশেষে সেই কাঙ্খিত রান ধরা দেয়ায় স্বস্তি ফিরেছে সৌম্যর মনে।

একই সঙ্গে আবাহনীর মতো এবারের আসরের শিরোপা প্রত্যাশী একটি দলের বিপক্ষে এমন পারফরমেন্সে বেশ তৃপ্ত তিনি। তবে আরও তৃপ্ত হতেন যদি সেঞ্চুরিটা করে ফেলতে পারেতন, ‘আশপাশের সবাই রান পাচ্ছে। একই উইকেটে খেলছি কিন্তু আমি রান পাচ্ছিলাম না। তাই বড় ইনিংস খেলার লক্ষ্যটা আগে থেকেই করেছিলাম। চেষ্টা ছিল ভাল কিছু করার। ইনিংসটা আরও বড় করতে চেয়েছিলাম। একটা ভুলের জন্য সেঞ্চুরি মিস করলাম। ১০০ হলে ভাল হতো। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।