ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হংকং লিগে মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ১১, ২০১৬
হংকং লিগে মাইকেল ক্লার্ক মাইকেল ক্লার্ক-ছবি:সংগৃহীত

ঢাকা: হংকং টি-টোয়েন্টি ব্লিটজে নাম লেখাচ্ছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১৫ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবারই প্রথম ব্যাট হাতে নামছেন তারকা এ ক্রিকেটার।

অবসরের পর সর্বশেষ আইপিএলের নিলামে ছিলেন না ক্লার্ক। পরে নিজেদের ঘরোয়া লিগ বিগ ব্যাশেও তার আগ্রহ ছিলো না। এছাড়া সর্বশেষ ২০১২ সালে টি-২০’র কোন আসরে নেমেছিলেন তিনি। তবে এবার সিদ্ধান্ত নিয়েছেন হংকং লিগেই খেলবেন তিনি।

হংকং নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম নতুন ফরম্যাটের এই টুর্নামেন্ট অায়োজন করেত যাচ্ছে। চলতি মাসের ২৭ অথবা ২৯ তারিখে আসরটি শুরু করতে যাচ্ছে আয়োজক কমিটি। আর যেখানে বড় তারকাদের মধ্যে প্রথমেই ক্লার্কে পেয়ে যাচ্ছে তারা।

এদিকে অ্যাশেজ ও বিশ্বকাপ জয়ী ক্লার্ককে পেয়ে বেজায় খুশি টুর্নামেন্ট কমিটি। তবে তিনি কোন দলে খেলবেন তা এখনও ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।