ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজ ইস্যুতে আত্মবিশ্বাসী সাসেক্স কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৬
মুস্তাফিজ ইস্যুতে আত্মবিশ্বাসী সাসেক্স কোচ মুস্তাফিজুর রহমান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। এমনই আত্মবিশ্বাস দলটির কোচ মার্ক ডেভিসের কন্ঠে।

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজ খেলার অনুমতি পাবে না এমন শঙ্কার পর ডেভিস কথা বলেন।

এক সাক্ষাতকারে ডেভিস বলেন, ‘এই মুহূর্তে আমরা কিছুই নিশ্চিত করতে পারছি না। তবে আমি আত্মবিশ্বাসী সে দলের সঙ্গে এসে খেলবে। বর্তমান সময়ে বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম মুস্তাফিজ সুতরাং তার আগমনের ব্যাপারে আমরা রোমাঞ্চিত। কিন্তু আমাদের আগামী কয়েক সপ্তাহের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ’

এর আগে চলতি বছরের মার্চে সাসেক্স ঘোষণা করে মুস্তাফিজ তাদের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত হচ্ছেন। যেখানে তিনি ২০১৬ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও রয়েল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন।

তবে এর পর থেকে সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছিলেন কাটার স্পেশালিস্ট। ফলে এশিয়া কাপ ও টি-২০ বিশ্ব কাপেও তাকে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়। কিন্তু চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিয়মিত পারর্ফম করে যাচ্ছে তিনি। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬.১৮ ইকোনোমিতে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

এদিকে প্রথমবারের মতো চালু হওয়া পাকিস্তান সুপার লিগেও খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তবে সেবার কাঁধের ইনজুরি থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টটিতে পাঠায়নি।

অন্যদিকে সাসেক্সে যেতে এমনিতেই দেরি হতে পারে মুস্তাফিজের। কারণ আইপিএলের এবারের আসরে নকআউট পর্বে চলে যেতে পারে হায়দ্রাবাদ। ফলে মে মাসের শেষ পর্যন্ত হয়ত ভারতেই থাকতে হতে পারে প্রতিভাবান বাঁহাতি এ বোলারের।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ১১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।