ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসির ক্রিকেট কমিটিতে দ্রাবিড়-জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
আইসিসির ক্রিকেট কমিটিতে দ্রাবিড়-জয়াবর্ধনে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস মাহেলা জয়াবর্ধনে আইসিসির ক্রিকেট কমিটিতে নিযুক্ত হয়েছেন। কমিটিতে ক্রিকেটের বিশিষ্ট ব্যক্তিত্ব তো আছেনই, এ তালিকায় এবার আরো ক্রিকেটীয় অভিজ্ঞতা যুক্ত হলো।

১৯৯৬ সাল থেকে ২০১৫’র মধ্যে দ্রাবিড় ও জয়াবর্ধনে দু’জন মিলে ১,১৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এবার দু’জনই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যুক্ত হলেন। তিন বছরের জন্য এ দুই ক্রিকেট আইকনকে ক্রিকেট কমিটিতে নিয়োগ দিয়েছে আইসিসি।

লর্ডসে আগামী ৩১ মে ও ১ জুন প্রথম নিজেদের আলোচনা সভায় অংশ নেবেন দ্রাবিড় ও জয়াবর্ধনে। এর তিন সপ্তাহ পরেই স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

দ্রাবিড়ের সঙ্গে সাবেক অস্ট্রেলিয়ান অফস্পিনার ও ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রধান নির্বাহী টিম মে বর্তমান টেস্ট অধিনায়কদের ভোটে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। তারা তিন বছরের মেয়াদ সম্পন্ন করা কুমার সাঙ্গাকারা ও লক্ষণ সিভারামাকৃষ্ণের স্থলাভিষিক্ত হয়েছেন।

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেইলের কাছ থেকে দায়িত্ব নিয়ে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জয়াবর্ধনে। টেইলর তার চূড়ান্ত তিন বছরের মেয়াদ সম্পন্ন করেন।

এদিকে, অনিল কুম্বলে আবারো তিন বছর মেয়াদে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হয়েছেন। ভারতীয় স্পিন কিংবদন্তি ২০১২ সালে এ পদে যোগ দেন। এবার ২০১৮ সাল পর্য্ন্ত তিনি এ গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড কেটেলবোরো আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন। এর আগে এ পদে থাকা তারই স্বদেশী ইংল্যান্ডের স্টিভ ডেভিস গত বছর অবসরে যান।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।