ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

খেলা দেখতে মাঠে গেলে উপহার ‘মোবাইল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ১৩, ২০১৬
খেলা দেখতে মাঠে গেলে উপহার ‘মোবাইল’

ঢাকা: হংকং ব্লিটজ টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য দারুণ সব মোবাইল ফোন উপহার দেওয়ার ঘোষণা করেছে স্পন্সর প্রতিষ্ঠান। ডিটিসি মোবাইল ফোন কোম্পানি এবারের টুর্নামেন্টটির স্পন্সর হয়েছে।

 

মোবাইল কোম্পানিটি এক হাজার ফোন সেট উপহার দেবে বলে ঘোষণা দিয়েছে।

আগামী ২৭ ও ২৯ মে হংকংয়ের মিশন রোডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি মাইকেল ক্লার্ক। কাওলুন কান্তুনসের হয়ে খেলবেন সাবেক এই অজি অধিনায়ক। আর টুর্নামেন্টের ব্যবসাকে রমরমা করতেই স্পন্সর প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ।

২৭ মে’র ম্যাচ দেখতে যাওয়া ৫০০ দর্শক মোবাইল ফোন পাবেন। আর ২৯ মে’র ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের দেওয়া হবে বাকি ৫০০ মোবাইল।

এ প্রসঙ্গে মোবাইল ফোন কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় ভিমসারিয়া জানান, আমরা যেহেতু টুর্নামেন্টটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আগ্রহী তাই দর্শকদের মাঠমুখি করতে আমাদের এই ভিন্ন আয়োজন। তাতে দর্শকরাও খুশি হবেন। টুর্নামেন্টটির মতো আমাদের ব্রান্ডের মোবাইল ফোন গুলোও বিশ্বব্যাপী আলোড়ন তুলবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।