ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহরুখের টিকেআরে ক্যালিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ১৩, ২০১৬
শাহরুখের টিকেআরে ক্যালিস ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট তারকা জ্যাক ক্যালিসকে মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে ত্রিনিবাগো নাইট রাইডার্সের (টিকেআর)। বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলটি ক্যালিসকে সঙ্গে নিয়ে ২০১৬ মৌসুমে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের আসর মাতাতে প্রস্তুত।

 

ত্রিনিবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ সিমন হেলমট জানান, ‘টিকেআরের প্রধান মেন্টর হিসেবে ক্যালিসের মতো অভিজ্ঞ একজনকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করছি এ বছর তার খুব কাছাকাছি থেকে একসঙ্গে কাজ করতে পারব। ’

ক্যালিস দীর্ঘদিন থেকেই শাহরুখ খানের দলের সঙ্গে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন। ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের হয়ে শিরোপাও জিতেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

চলতি আইপিএলে কেকেআরের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে ১৯ হাজারের বেশি রান আর ৪২৭ উইকেটের মালিক ক্যালিস। এর আগেও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন এই প্রোটিয়া কিংবদন্তি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।