ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইকে হারিয়ে পাঞ্জাবের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
মুম্বাইকে হারিয়ে পাঞ্জাবের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৪৩তম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব।

তিন ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়।
 
বিশাখাপত্তমে আগে ব্যাট করে মুম্বাই ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে, ১৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাঞ্জাব।
 
মুম্বাইয়ের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেন কাইরন পোলার্ড। এছাড়া, নিতিশ রানা ২৫, ক্রুনাল পান্ডে ১৯, রোহিত শর্মা ১৫, হরভজন সিং অপরাজিত ১৪ রান করেন। পাঞ্জাবের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন মার্কাস স্টোইনিস। এছাড়া, দুটি করে উইকেট পান সন্দিপ শর্মা ও মোহিত শর্মা।
 
১২৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব দলপতি মুরালি বিজয় ৫৪ রান করেন। তার অপরাজিত ইনিংসটি ৫২ বলে ৫টি চার আর একটি ছক্কায় সাজানো ছিল। আরেক ওপেনার হাশিম আমলা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। রিদ্ধিমান সাহা ৪০ বলে ৬টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে করেন ৫৬ রান।
 
গ্লেন ম্যাক্সওয়েল শূন্য রানেই সাজঘরে ফেরেন। ১৭ ওভার ব্যাট করেই জয় পায় পাঞ্জাব।
 
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।