ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারের বাড়ির সামনে ভক্তের অনশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
টেন্ডুলকারের বাড়ির সামনে ভক্তের অনশন ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৮ মে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের বাড়ির সামনে আমরণ অনশনে বসবেন তার ভক্ত সন্দীপ কুরহাদ। টেন্ডুলকারের মুম্বাইয়ের বাড়ির সামনে তিনি পরিবার নিয়ে অনশন করবেন বলে হুমকি দিয়েছেন।

 

পাওনা আদায় করতেই টেন্ডুলকারের শরণাপন্ন হবেন সন্দীপ। পেশায় তিনি একজন ল্যাব টেকনিশিয়ান।

ভারতের পুনের একটি রিয়েল এস্টেট কোম্পানি সন্দিপের জমি দুই কোটি ভারতীয় রুপি দিয়ে কিনে নিলেও তাকে মাত্র ২০ লাখ রুপি দিয়েছে। আর এই রিয়েল এস্টেট কোম্পানিটির ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন টেন্ডুলকার। সন্দীপের বিশ্বাস ভারতীয় ক্রিকেট ঈশ্বরই পারবেন তার পাওনা ফিরে পেতে সাহায্য করতে।

স্থানীয় পুলিশ কমিশনার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানায়, আমরা শুনেছি সন্দীপ ও তার পরিবার টেন্ডুলকারের বাড়ির পাশে বান্দ্রার পেরি ক্রস রোডে অবস্থান নেবে। সন্দীপের বিশ্বাস টেন্ডুলকার তার পরিবারের পাশে এসে দাঁড়াবেন।

ভারতের মিড-ডে পত্রিকাকে সন্দীপ জানান, টেন্ডুলকার আমাদের সাহায্য করুক আর না করুক, আমি আজীবন তার ভক্ত হিসেবেই থাকব। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত কোম্পানিটির ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তার উপর বিশ্বাস রেখেই আমরা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছিলাম। কিন্তু, এখনও আমি আমার চুক্তি মোতাবেক পাওনা অর্থ বুঝে পাইনি। তাই টেন্ডুলকারের উপর ভরসা রেখেই তার বাড়ির সামনে অনশন করার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।