ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপি-আবাহনীর সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বিকেএসপি-আবাহনীর সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের আসরে নিজ নিজ খেলায় জয় তুলে নিয়েছে বিকেএসপি ও আবাহনী লিমিটেড। মোহামেডানকে ৫৩ রানে হারিয়েছে আবাহনী।

অপরদিকে, ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বিকেএসপি।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে ইন্দিরা রোড ২৯.৪ ওভারে মাত্র ৬৪ রান তুলতেই গুটিয়ে যায়। জবাবে, এক উইকেট হারিয়ে ১৩ ওভারে লক্ষ্যে পৌঁছে বিকেএসপি।

আগে ব্যাট করা ইন্দিরা রোডের ব্যাটিং লাইনআপে ধস নামান বিকেএসপির জান্নাতুল ফেরদৌস ও সুরাইয়া আজমিন। ৭.৪ ওভার বল করে জান্নাতুল সুমনা ৪ মেডেন নিয়ে মাত্র ৮ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। ৭ ওভারে দুই মেডেন নিয়ে মাত্র ১০ রান খরচায় সুরাইয়া আজমিন দখল করেন তিনটি উইকেট। টুম্পা চৌধুরি আর নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

ইন্দিরা রোডের জন্য ইনিংস সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। বিকেএসপির মেয়েরা ২১টি অতিরিক্ত রান দেন। সর্বোচ্চ (ব্যাট থেকে) ১৪ রান করেন শারমিনা খাতুন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি।

৬৫ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিকেএসপির ওপেনার মোরশেদা খাতুন ২৫ রান করে বিদায় নেন। আরেক ওপেনার সোভানা মুসতারি ২৬ রান করে অপরাজিত থাকেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে বিকেএসপির সুরাইয়া আজমিনের হাতে।

এদিকে, আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে জাহানারা আলমের আবাহনী নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে, সালমা খাতুনের মোহামেডান ৩৪.২ ওভারে ৯৩ রান করেই গুটিয়ে যায়।

আবাহনীর হয়ে ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেন শারমিন আক্তার সুপ্তা। এছাড়া, ওপেনার শারমিন সুলতানা ১৯, জান্নাতুল ফেরদৌস ২১, শামিমা সুলতানা ১৩, সুবর্না ইসলাম অপরাজিত ১৪ রান করেন।

মোহামেডানের হয়ে ৮ ওভারে ৩৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন খাদিজাতুল কুবরা। এছাড়া, দলপতি সালমা খাতুন ৮ ওভারে ২৩ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন।

১৪৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহামেডানের ওপেনার দীপিকা সর্বোচ্চ ২০ রান করেন। তাহিন তাহেরা ১৪, লতা মন্ডল ১৩ রান করে বিদায় নেন। অতিরিক্ত খাত থেকে আসে ৩২ রান।

আবাহনীর হয়ে ৫ ওভারে ১০ রান খরচায় তিনটি উইকেট পান সুবর্না ইসলাম। এছাড়া দুটি করে উইকেট নেন সুমনা আক্তার ও ইয়ামিম রুপা।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আবাহনীর সুবর্না ইসলাম।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।