ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন সুরেশ রায়না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
বাবা হলেন সুরেশ রায়না সুরেশ রায়না-ছবি:সংগৃহীত

ঢাকা: কন্যা সন্তানের বাবা হলেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি হাসপাতালে রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর কোলজুড়ে আসে সন্তানটি।

রায়নার মেয়ের নাম রাখা হয়েছে গার্সিয়া।

গত ১০ মে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার উদ্দেশ্যে নেদারল্যান্ডসে উড়ে যান রায়না। তিনি আইপিএলের দল গুজরাট লায়ন্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রায়না ও প্রিয়াঙ্কা ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৬ মে, ২০১৬

এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।