ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফে ওঠার লড়াইয়ে নামবে কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৬
প্লে-অফে ওঠার লড়াইয়ে নামবে কলকাতা ছবি:সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের ৪৮তম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেনে বেঙ্গালুরুকে আতিথিয়েতা দেবে গৌতম গম্ভীর বাহিনী।

ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

 

ঘরের মাঠের এই ম্যাচটি দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। যদি কলকাতা জয় পায় তবে সানরাইজার্স হায়দ্রাবাদের পর দ্বিতীয় দল হিসেবে আসরটির প্লে-অফ নিশ্চিত করবে। অন্যদিকে এ ম্যাচ হারলেই প্লে-অফে উঠার আশা আর থাকবে না বেঙ্গালুরুর।

কলকাতা নিজেদের শেষ ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে বৃষ্টি আইনে জয় পেয়েছিলো। সেদিন ব্যাটে-বলে দুর্দান্ত পারর্ফম দেখায় কেকেআর। ফর্মে রয়েছেন দলের প্রায় সব ক্রিকেটারই। বোলিংয়ে সঙ্গে নিজের ব্যাটিংয়েও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে নিজেদের শেষ ম্যাচে ব্যাটে ঝড় তোলেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। দুই তারকার সেঞ্চুরিতে ২৪৮ রান তোলে বেঙ্গালুরু। পরে ম্যাচে রেকর্ড ১৪৪ রানের জয় তুলে নেয় তারা। তাই বেঙ্গালুরুকে হালকা ভাবে নেওয়ার কোন কারণ নেই কলকাতা শিবিরে।

কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য একাদশ): রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), গৌতম গম্ভীর (অধিনায়ক), মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, পিযুষ চাওলা, সুনিল নারিন, অঙ্কিত রাজপুত, মরনে মরকেল।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সম্ভাব্য একাদশ): ক্রিস গেইল / ট্রাভিস হেড, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, ক্রিস জর্ডান, এস অরবিন্দ, বরুণ অ্যারন, যোগেন্দ্রা চাহাল।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ১৬ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।