ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানকে হারিয়ে শীর্ষে দোলেশ্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মোহামেডানকে হারিয়ে শীর্ষে দোলেশ্বর ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

মিরপুর থেকে: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সাত ম্যাচে পাঁচ জয়ে দোলেশ্বরের পয়েন্ট ১০।

সমান ১০ পয়েন্ট মুশফিকুর রহিমের মোহামেডানেরও।

 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডানের দেয়া ১৮৯ রানের সহজ লক্ষ্য ৪১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় প্রাইম দোলেশ্বর। লিগের সর্বোচ্চ দুটি শতক হাঁকানো ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন করেন ৮৮ রান। ১০৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান এ ডানহাতি ব্যাটসম্যান। নাসির হোসেন ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আরিফুল হক দুটি, শুভাশিষ রায় ও এনামুল হক জুনিয়র নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাঈম ইসলামের সেঞ্চুরির পরও বড় সংগ্রহ গড়তে পারেনি মোহামেডান। ১৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা মোহামেডানকে সম্মানজনক স্কোর এনে দেন নাঈম ইসলাম। ১৪৭ বলে ১০টি চারে ১০০ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হন এ ডানহাতি ব্যাটসম্যান। নাঈম ছাড়া এদিন কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ইনিংসের দ্বিতীয় সবোচ্চ ২৯ রান আসে আরিফুল হকের ব্যাট থেকে।

ফরহাদ রেজা ও আল আমিন হোসেন তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ১৬ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।