ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতার বিপক্ষে কোহলি-ভিলিয়ার্স-গেইল ‘শো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৬
কলকাতার বিপক্ষে কোহলি-ভিলিয়ার্স-গেইল ‘শো’ সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের ৪৮তম ম্যাচে সাকিব আল হাসানের কলকাতাকে ৯ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। কলকাতার ছুঁড়ে দেওয়া ১৮৪ রান কোহলি-ভিলিয়ার্স-গেইলরা টপকে গেছে ৮ বল হাতে রেখে।


 
আগে ব্যাট করে কলকাতা ৫ উইকেট হারিয়ে তোলে ১৮৩ রান। জবাবে, ১৮.৪ ওভারে শুধু গেইলের উইকেটটি হারিয়ে লক্ষ্যে পৌঁছে বেঙ্গালুরু।
 
কলকাতার ইনিংসে ৫১ রান করেন দলপতি গৌতম গম্ভীর। ৫০ রান আসে মনিষ পান্ডের ব্যাট থেকে। আন্দ্রে রাসেল করেন ১৯ বলে ৩৯ রান। ১১ বলে একটি করে চার ও ছক্কায় ১৮ রান করে অপরাজিত থাকেন সাকিব।
 
১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুর ওপেনার ক্রিস গেইল ৩১ বলে ৫টি চার আর ৪টি ছক্কায় করেন ৪৯ রান। কোহলি ৭৫ আর ভিলিয়ার্স ৫৯ রানে অপরাজিত থাকেন। ৫১ বলে ৫টি চার আর তিনটি ছয়ে কোহলি তার ইনিংসটি সাজান। ৩১ বল মোকাবেলা করা ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৫টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারির মার।
 
সাকিব ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি।
 
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ১৭ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।