ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় চাকরি হারিয়ে হতাশ অ্যামব্রোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ক্যারিবীয় চাকরি হারিয়ে হতাশ অ্যামব্রোস কার্টলি অ্যামব্রোস-ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পরামর্শক হিসেবে ভালো কাটছিলো দেশটির সাবেক ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোসের। তবে হঠাৎই তাকে সরিয়ে দেওয়া হলো।

আর বোর্ডের এমন কান্ডে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন অ্যামব্রোস। তার পরিবর্তে গত সপ্তাহে রডি ইস্টউইককে পরামর্শক হিসেবে নেওয়া হয়।

অ্যামব্রোসকে সরানোর বিপরীতে ক্যারিবীয় প্রধান কোচ ফিল সিমন্স জানান, তিনি ফাস্ট বোলিং কোচের জায়গায় আরো পারদর্শী কাউকে খুঁজছিলেন।

অ্যামব্রোস বলেন, ‘গত সপ্তাহে খবরটি শোনার পর আমি কোচ ফিল সিমন্সকে আমার ব্যাপক হতাশার কথা বলেছিলাম। আমি এটি ভাবতেও পারিনি। কারণ আমাকে সরানোর আগে কোন প্রকার ইঙ্গিতও দেওয়া হয়নি। ’

ওয়েস্ট ইন্ডিজ দলে গত তিন বছর থেকে পরামর্শকের কাজ করে আসছেন অ্যামব্রোস। সর্বশেষ তার অধীনে ক্যারিবীয়রা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। এদিকে অ্যামব্রোসকে সরানোর ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে নির্দিষ্ট কোন কারণ বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।