ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রুট জো রুট-ছবি:সংগৃহীত

ঢাকা: ক্রিকেটের সব ফরম্যাটেই দুর্দান্ত খেলা ইংল্যান্ডের জো রুট জিতে নিলেন দেশটির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব। লিডসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট তিনটি সেরা অ্যাওয়ার্ড জেতেন তরুণ এই ব্যাটসম্যান।

 

গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের হয়ে টেস্টে দারুণ খেলা রুট পান টেস্ট ক্রিকেটার অ্যাওয়ার্ড। সেই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেও ইংলিশদের হয়ে দারুণ পারর্ফম করা রুট সীমিত ওভারের বর্ষসেরা ক্রিকেটার হন। এছাড়া সমর্থকদের ভোটেও সেরা হন তিনি।

গত এক বছর স্বপ্নের মতো কাটে ডানহাতি ব্যাটসম্যান রুটের। ইংল্যান্ডের অ্যাশেজ জয় থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না পাওয়া এই দলে রুট ছিলেন অন্যদের থেকে আলাদা।

রুটের এমন সাফল্যের কথা জানতে চাওয়া হলে, অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০তে অ্যাশেজ হার ও বিশ্বকাপে বাজে পারফরম্যান্স তাকে ভালো খেলতে অনুপ্রেরণা যুগিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।