ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ছিটকে গেলেন আন্দ্রে রাসেল ছবি: সংগৃহীত

ঢাকা: শঙ্কাটাই সত্যিতে পরিণত হতে যাচ্ছে! পায়ের ইনজুরির কারণে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে পরবর্তী ম্যাচে খেলতে পারছেন না আন্দ্রে রাসেল। প্লে-অফ নিশ্চিতে কেকেআরের সামনে জয়ের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৯ মে) গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। ইতোমধ্যেই কানপুরে পৌঁছে গেছে কেকেআর টিম। কিন্তু, দলের সঙ্গে যাননি রাসেল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সোমবারের (১৬ মে) ম্যাচটিতে বাঁ পায়ের ইনজুরিতে ভোগেন রাসেল। ইনিংসের ১৯তম ওভারে মাথায় নিজের তৃতীয় ওভারে তৃতীয় বল করার পরপরই ক্রিজের ওপর শুয়ে পড়েন। ওয়েস্ট ইন্ডিজ তারকার দ্রুত সেরে উঠার ব্যাপারে আশাবাদী কলকাতা। বর্তমানে মেডিকেল স্টাফরা তার ইনজুরি পর্যবেক্ষণ করছেন।

গুজরাট ম্যাচে রাসেলের অনুপস্থিতিটা কলকাতার জন্য এক বড় ধাক্কাই বয়ে আনবে। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ক্যারিবীয় অলরাউন্ডার।

পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাটের সমান পয়েন্ট হলেও রান রেটের (+০.২৮০) সুবিধাটাই তাদের এগিয়ে রাখছে।

হোম ভেন্যু ইডেন গার্ডেনসে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে (২২ মে) প্লে-অফ নিশ্চিত করা সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর। প্লে-অফ নিশ্চিতের লক্ষ্যে পরের দুই ম্যাচে নিশ্চয়ই জয়ের বিকল্প কিছু ভাবছেন না সাকিব-গম্ভীর-ইউসুফ পাঠানরা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।