ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ‘এ’ দলের কোচ গুনাবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
লঙ্কান ‘এ’ দলের কোচ গুনাবর্ধনে আভিষেক গুনাবর্ধনে-ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান ‘এ’ দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো দেশটির সাবেক ওপেনার ব্যাটসম্যান আভিষেক গুনাবর্ধনে। এছাড়া মূল দলের সাবেক কোচ রয় ডিয়াসকে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

আগামী জুলাইয়ে দুটি দলেরই ইংল্যান্ড সফরের সূচি রয়েছে। লঙ্কান অনূর্ধ্ব-১৯ দল আবার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকাও সফর করবে।

গুনাবর্ধনে সাম্রতিক সময় পর্যন্ত শ্রীলঙ্কা মূল দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ ছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত ৬টি টেস্ট ও ৬১টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

অন্যদিকে ১৯৭৯ থেকে ১৯৮৭ পর্যন্ত লঙ্কান জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট ও ৫৮টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ডিয়াস। তিনি ১৯৯৮ সালে জাতীয় দলের কোচ হয়েছিলেন। এর আগে ওমান ও নেপালেরও কোচের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।