ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রিজার্ভ ডে’র অপেক্ষায় গাজী-জামাল ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
রিজার্ভ ডে’র অপেক্ষায় গাজী-জামাল ম্যাচ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বৃষ্টি বাগড়ায় নির্ধারিত দিনে শেষ হলো না গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ। ফলে অপেক্ষা করতে হচ্ছে বৃহস্পতিবার (১৯ মে) রিজার্ভ ডে’র জন্য।


বৃষ্টি আইনে ৩৮ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদদের দেয়া ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপ ব্যাটিং ইনিংসের ১৭তম ওভারে বৃষ্টি শুরু হলে দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।  


বৃষ্টি শুর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গাজী গ্রুপের সংগ্রহ ছিল ৩ উইকেটের বিনিময়ে ৮৩ রান। ব্যাট হাতে আনামুল হক বিজয় ৩৬ ও অলক কাপালি ১৪ রানে অপরাজিত ছিলেন।


এর আগে বুধবার (১৮মে) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয় রাজ শেখ ও আব্দুল্লাহ আল মামুন বেশ শক্ত হাতেই জবাব দিচ্ছিলেন প্রতিপক্ষ গাজী গ্রুপের বোলারদের প্রতিটি বল।


তবে দলটির হঠা‍ৎই ছন্দপতন ঘটে ১৫তম ওভারে। গাজী গ্রুপ বোলার সাইদ আনোয়ার জুনিয়রকে দারুণ এক ডেলিভারিতে মেহেদি হাসানের হাতে ব্যক্তিগত ২৮ রানে ক্যাচ দিয়ে ফিরে যান জয়রাজ।


সতীর্থ জয়রাজ ফিরে গেলেও ব্যাট হাতে বলতে গেলে শেখ জামালের হয়ে একাই লড়েছেন আব্দুল্লাহ আল মামুন। তবে নিজের ইনিংসকে এদিন প্রত্যাশিত দীর্ঘ্য করতে পারেননি এই ওপেনার। কেননা ১৯তম ওভারে গাজী গ্রুপের বোলার মুস্তাফিজুর রহমান তাকে ফারুকের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করলে ব্যক্তিগত ৬৯ রানে ক্রিজ ছাড়া হন আব্দুল্লাহ আল মামুন।


মামুনের পর ব্যক্তিগত ৬ রানে সাইদ আনোয়ারের বলে এলবিডব্লিউ’র ফাদে পড়েন শেখ জামালের টপ মার্শাল আইয়ুব।


আইয়ুব আউটের পরই ৩০তম ওভারে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি বাধায় প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বৃষ্টি আইনে ৫০ ওভারে বদলে নতুন করে ওভার ধার্য করা হয় ৩৮।


আর এই পরিবর্তিত ওভারে ব্যাটে নেমে দলকে বড় সংগ্রহ পাইয়ে দিতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ ‍রিয়াদ ও জাবিদ হোসেন। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণে বাধ সাধেন গাজী গ্রুপের পেস বোলার মোহাম্মদ শরীফ।


৩৪তম ওভারে বল হাতে এসে তৃতীয় বলে ব্যক্তিগত ৩০ রানে মাহমুদুল্লাহ রিয়াদকে, চতুর্থ বলে ব্যক্তিগত ১৩রানে জাবিদ হোসেনকে আর পঞ্চম বলে নাজমুস সাদাতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম হ্যাটট্টিক আর শেখ জামাল ও পায় ৯ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ।


বল হাতে গাজী গ্রপের হয়ে মোহাম্মদ শরীফ ৪টি, সাইদ আনোয়ার ২টি ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন  ১টি উইকেট।


জবাবে জয়ের জন্য বৃষ্টি আইনে নির্ধারিত ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬৩ রানে তিন টপ অর্ডারের ব্যাটসম্যান শামসুর রহমান শুভ ব্যক্তিগত ১৯, মেহেদি হাসান ও সাইদ আনোয়ার ব্যক্তিগত ৫ রানে ফিরে গেলে ব্যাকফুটে চলে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।


তবে ব্যাকফুটে যাওয়া গাজী গ্রুপের হাল একাই ধরেন দলটির ওপেনার আনামুল হক বিজয়। ৪১ বলে ৩৬ রান নিয়ে এবারের প্রিমিয়ার ক্রিকেটে আরেকটি অর্ধশতকের সামনে থাকা এই ব্যাটসম্যান এদিন বেশ বড় একটি ইনিংসের প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চাইছিলেন। কিন্তু তার সেই প্রত্যয়ের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় বৃষ্টি।  

১৭তম ওভারে দ্বিতীয়বারের মত ম্যাচে ভারী বৃষ্টি হানা দিলে পরে এরপর আর মাঠে খেলা গড়ায়নি। বৃষ্টি শুরুর আগ পর্যন্ত বল হাতে শেখ জামালের হয়ে আরাফাত সানি ২টি ও ওয়াহিদুল আলম নিয়েছেন ১টি উইকেট।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ১৮ মে, ২০১৬

এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।