ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় বৃষ্টি আইনে রাজিন সালেহদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ফতুল্লায় বৃষ্টি আইনে রাজিন সালেহদের জয় ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃষ্টি আইনে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৫৩ রানে হারালো ক্রিকেট কোচিং স্কুল। ক্রিকেট কোচিংয়ের ২৫৯ রান পরে বৃষ্টি এলে ৩৫ ওভারে ভিক্টোরিয়ার জন্য ২৫৩ টার্গেট দাঁড়ায়।

কিন্তু ৩১.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় নাদিফ চৌধুরী বাহিনী।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করা ক্রিকেট কোচিংয়ের হয়ে ৮৪ রানের দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার পিনাক ঘোষ ও রাজিন সালেহ। তবে দুজনেই ব্যক্তিগত ৪২ রানে আউট হন। কিন্তু দলীয় সর্বোচ্চ ৭৮ রান আসে তিন নম্বরে নামা সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া ৪১ করেন সালমান হোসেন।

তবে কামরুল ইসলাম রাব্বি ও চাতুরাঙ্গা ডি সিলভার দারুণ বোলিংয়ে ৪৯.৪ ওভারে ২৫৯ রানে সবকটি উইকেট হারায় ক্রিকেট কোচিং। রাব্বি ও সিলভা দুজনেই চারটি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাদিফ চৌধুরীর ৫০ ও ওপেনার আব্দুল মজিদের ৩৯ ছাড়া অন্যকেউ বলার মতো স্কোর করতে পারেনি। ফলে ১৯৯ রানেই শেষ করতে হয় তাদের। ক্রিকেট কোচিংয়ের সালেহ আহমেদ শাওন নেন চারটি উইকেট। তিনিই হন ম্যাচ সেরা।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।