ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্লে-অফ নিশ্চিতের ম্যাচে কলকাতা-গুজরাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
প্লে-অফ নিশ্চিতের ম্যাচে কলকাতা-গুজরাট ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৫১তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্স। আসরের প্লে-অফ নিশ্চিতের জন্য এ ম্যাচটি দু’দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কানপুরের এ ম্যাচের আগে দু’দলই ১২ খেলায় ৭ জয়ে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন অবস্থান করছে কলকাতা। আর পাঁচে রয়েছে গুজরাট।

এ ম্যাচের নামার আগে চিন্তার ভাঁজ পড়েছে কলকাতার কপালে। কারণ ইনজুরির কারণে গম্ভির-সাকিবরা পাচ্ছেন না সতীর্থ অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। কিন্তু ম্যাচে দলটির একান্ত কাম্য জয়।

অন্যদিকে টুর্নামেন্টে দারুণ শুরু করা গুজরাট মধ্যপথে এসে পথ হারিয়ে ফেলেছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে সুরেশ রায়নার দল চারটিতেই হেরেছে। কিন্তু দলটিতে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার।

সম্ভাব্য একাদশঃ
গুজরাট লায়ন্সঃ ব্র্যান্ডন ম্যাককালাম, ডোয়েন স্মিথ, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, প্রভিন কুমার, কুলকার্নি, কৌশিক, প্রভিন তাম্বে।

কলকাতা নাইট রাইডার্সঃ রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), গৌতম গম্ভির (অধিনায়ক), মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, উমেশ যাদব, জেসন হোল্ডার, পিযুষ চাওলা , সুনিল নারিন, অঙ্কিত রাজপূত, মরনে মরকেল।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।