ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে নামছেন কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে নামছেন কুক

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ধুম-ধারাক্কা টি-টোয়েন্টির পর আবারো এই দুই দলের অংশগ্রহণে শুরু হচ্ছে টেস্ট সিরিজ।

বৃহস্পতিবার (১৯ মে) হেডিংলিতে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে লঙ্কানরা। আর এ ম্যাচে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।

 

সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শচীন টেন্ডুলকারের ১০ হাজার রানের বিশ্বরেকর্ড ভাঙার দরজায় দাঁড়িয়ে কুক। আর মাত্র ৩৬ রান করলেই রেকর্ডটি হবে তার।

টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান থেকে আর মাত্র ৩৬ রান দূরে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করতে পারলে তিনিই সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।

ঘরের মাঠ হেডেংলিতে লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে ৩৬ রান করলেই শচীনের থেকে পাঁচ মাস আগেই রেকর্ডটির মালিক হবেন কুক। নিজেকে বারবার প্রমাণ করা অভিজ্ঞ ব্যাটসম্যান কুক প্রথম ইংলিশ ব্যাটসম্যান ও ১২তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করার গৌরব অর্জন করবেন।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ১২৬টি টেস্ট খেলে ২৮ সেঞ্চুরি ও ৪৬.৫৬ গড়ে ৯ হাজার ৯৬৪ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১৯ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।