ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রসাদের ইংল্যান্ড সফর শেষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
প্রসাদের ইংল্যান্ড সফর শেষ! ছবি: সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা দলে নেই পেসার ধামিকা প্রসাদ। লিডস টেস্টে তার না থাকাটা আগেই চূড়ান্ত ছিল।

কিন্তু, এবার পুরো সিরিজেই প্রসাদের খেলা অনিশ্চয়তার মুখে পড়লো!

পরবর্তী চিকিৎসার জন্য দেশে ফিরে যাবেন প্রসাদ। টেস্ট সিরিজ শুরুর আগে এসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে ভোগেন ৩২ বছর বয়সী এ ডানহাতি বোলার। এরপর গত ৯ দিনে কাঁধের সমস্যার কারণে নেটেও বোলিং করতে পারেননি।

বুধবারের (১৮ মে) ফিটনেস টেস্ট শেষে পরবর্তী চিকিৎসার জন্য প্রসাদকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজার চারিথ সেনানায়েকে বলেন, ‘এটা একটা প্রচলিত ইনজুরি। আজ তার আরেকটি পরীক্ষা করা হয়েছে। কিন্তু গতকাল ট্রেনিংয়ের সময়ও তাকে টেস্ট করানো হয়েছিল। সে এখনো বোলিং করতে পারছে না। ’

প্রথম দুই টেস্টে প্রসাদ নিশ্চিতভাবেই খেলতে পারবেন না। দ্বিতীয় (২৭-৩১ মে) ও তৃতীয় ম্যাচের (৯-১৩ জুলাই) মাঝে আটদিনের বিরতি রয়েছে। এ সময়ের মধ্যে প্রসাদের ইংল্যান্ডে ফেরাটাকে অনিশ্চিত হিসেবেই মনে করছেন সেনানায়েকে।

টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।