ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

৩১ ক্রিকেটারের ১৫ জনই ব্যর্থ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ২০, ২০১৬
৩১ ক্রিকেটারের ১৫ জনই ব্যর্থ ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রাথমিক স্কোয়াডে থাকা ৩১ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় প্রথম দিনের ক্যাম্পটি।

তবে, আশ্চর্যজনক হলেও সত্য ১৫ জন ক্রিকেটারই প্রথম দিনের ফিটনেস পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

 

পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে ৩১ জন ক্রিকেটারই অনুশীলন ক্যাম্পে অংশ নেয়।

ফিটনেস পরীক্ষায় দেখা যায় পাকিস্তানের টেস্ট দলপতি ‘বুড়ো’ মিসবাহ উল হক, সিনিয়র ব্যাটসম্যান ইউনুস খান, ওপেনার শান মাসুদ এবং ফাওয়াদ আলমের ফিটনেস সবার থেকে ভালো।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফিল্ডিং কোচ এবং ফিল্ডিং ট্রেইনার গ্রান্ট লওডান জানান, আমি ক্রিকেটারদের নিয়ে ১০০ মিটার দৌড়, স্টেপ ক্লাইম্বিং, দীর্ঘ দূরুত্বের দৌড় আর হার্ডলেস নিয়ে কাজ করেছি। কেউই আমাকে সন্তুষ্ট করতে পারেনি। মিসবাহ, ইউনুস, ফাওয়াদ আর শান ছাড়া বাকিরা একেবারেই যাচ্ছেতাই পরীক্ষা দিয়েছে। প্রায় ১৫ ক্রিকেটারই তাদের ফিটনেস টেস্ট দিতে গিয়ে ব্যর্থ।

তিনি আরও যোগ করেন, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বোর্ড থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি তাদের সকাল সাতটায় ঘুম থেকে তুলে নিয়ে মাঠে কাজ করার। দুপুর ১২টা পর্যন্ত তাদের ফিটনেস নিয়ে কাজ করছি। ইংল্যান্ড সফরের আগেই তাদের দ্রুত ফিটনেস ফিরিয়ে আনতে যা করার দরকার তাই করা হবে।

জুনের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। সফরে ৪টি টেস্ট, ৫টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।