ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তবুও ‘স্পেশাল মুস্তাফিজ’কে চাইছেন লুক রাইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ২০, ২০১৬
তবুও ‘স্পেশাল মুস্তাফিজ’কে চাইছেন লুক রাইট

ঢাকা: আইপিএলের আসর মাতানো টাইগার পেসার মুস্তাফিজকে ইংল্যান্ডের ক্লাব সাসেক্স যে করেই হোক সম্ভাব্য বেশি ম্যাচ খেলাতে দলে পেতে চাইছে। এমনটি জানিয়েছেন ক্লাবটির দলপতি লুক রাইট।

 

আইপিএলের চলতি আসরে একটানা খেলছেন মুস্তাফিজ। ইনজুরির শঙ্কা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই পেসারকে একটানা খেলতে দেওয়ায় কিছুটা অনীহাও প্রকাশ করে। কিন্তু, লুক রাইট সব মেনে নিয়েই চান মুস্তাফিজকে যতটা সম্ভব বেশি ম্যাচে মাঠে নামাতে।

ব্রিস্টলে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের ইংলিশ দলটি। ০১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ কাউন্টি দলটি খেলবে সমারসেটের বিপক্ষে। এর দুইদিন পরে নিজেদের মাঠে সারেকে আতিথ্য দেবে সাসেক্স। সাসেক্সের হয়ে প্রথম দুটি ম্যাচে মুস্তাফিজকে দলে পাচ্ছেন না লুক রাইট।

মুস্তাফিজ প্রসঙ্গে রাইট জানান, ‘ফিজ অবশ্যই আসছে। তবে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করছি সে এখানে কয়টি ম্যাচ খেলতে পারবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি সে এখনো তরুণ। অনেকদিন ধরেই বাংলাদেশের বাইরের পরিবেশে রয়েছে। এমনকি সে আমাদের ভাষাতে কথা বলতে পারেনা। এছাড়া, একটানা ক্রিকেটের মধ্যেই রয়েছে মুস্তাফিজ। তাই আমরা তাকে যথেষ্ট বিশ্রাম দিতে চাই। আর যখন সে সাসেক্সে আসবে তখন যেন সেরাটাই দিতে পারে। ’

সাসেক্স দলপতি আরও যোগ করেন, ‘আমরা ভালো করেই জানি তাকে প্রথম দুটি ম্যাচে দলে পাচ্ছি না। আবার এটাও জানিনা ঠিক কয়টি ম্যাচে আমরা তাকে মাঠে নামাতে পারব। তবে, যতটা সম্ভব তাকে বেশি ম্যাচে পেতে চাই। সে দুর্দান্ত একজন ক্রিকেটার। আর বড় ম্যাচের চাপ নেওয়াটা মুস্তাফিজ শিখে গেছে। ’

মুস্তাফিজকে নিয়ে দলের পরিকল্পনা সাজাতে ব্যস্ত লুক রাইট জানান, আমরা যখন ফিজকে নিয়ে গবেষণা করছিলাম, তখন অনেকেই বলেছেন সে ক্রিকেটের মহা তারকা। আর যখন কুমার সাঙ্গাকারার মতো লিজেন্ড এক বাক্যে বলে দেন ‘মুস্তাফিজ স্পেশাল ক্রিকেটার’ তখন আপনার আর কিছুই বলার থাকে না। ইতোমধ্যেই মুস্তাফিজ প্রমাণ করেছে ক্রিকেটার হিসেবে সে কতটা স্পেশাল। আমার মনে হয় না তাকে ভবিষ্যতে কোনো দল পেতে চাইলে সেটা খুব সহজে পাবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ২০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।