ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হলো ‘ডিআইইউ টি-টোয়েন্টি ক্রিকেট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৬
শুরু হলো ‘ডিআইইউ টি-টোয়েন্টি ক্রিকেট’

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব ও ক্রীড়া চর্চা উন্নয়ন এবং পারস্পরিক মিথস্ক্রিয়তা সম্প্রসারণের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে শুরু হলো ‘ডিআইইউ আন্তঃবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬’।

 

শুক্রবার (২০ মে) উদ্বোধনী খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭৪ রানে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৮১ রান সংগ্রহ করে। দলের হয়ে লিংকন ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন। এছাড়া, সোহেল ৬০ ও মনির ৪১ রান করেন। জবাবে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। দলের হয়ে বাসিত সর্বোচ্চ ৫২ রান করেন। ড্যাফোডিলের সাদ ৬ রানের বিনিময়ে ৪টি ও রাজু ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট লাভ করেন। ড্যাফোডিলের লিংকন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচের আগে আশুলিয়ায় ড্যাফোডিলের স্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত।

দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দু’গ্রুপে ভাগ হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দলগুলো হলো ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকেনোলজি,  সিটি ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, ইষ্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি ও স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আগামী ০৩ জুন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ২০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।