ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

৯১ রানেই শেষ লঙ্কার প্রথম ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৬
৯১ রানেই শেষ লঙ্কার প্রথম ইনিংস ছবি:সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান ক্রিকেটে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে পরবর্তী সময় খুবই খারাপ যাচ্ছে । সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে হেডেংলি টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই সবকটি উইকেট হারিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯৮ রানের পর নিজেদের বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করে। জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ভয়ঙ্কর বোলিংয়ে দলীয় একশ রানও ছুঁতে পারেনি লঙ্কানরা। অধিনায়ক ম্যাথিউস ছাড়া অন্য কোন ব্যাটসম্যান ৩০’এর কোটায় আসতে পারেনি।

পরে সফরকারীরা ফলোঅনে পড়লে আবারও ব্যাটিংয়ে নামে। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে এক রান নিয়ে মাঠ ছেড়েছে দলটি। প্রথম ইনিংসে অ্যান্ডারসন ১৬ রানে পাঁচটি ও ব্রড ২১ রানে চারটি উইকেট লাভ করেন। বাকি একটি উইকেট পান বেন স্টোকস।

এর আগে প্রথম দিনে ইংলিশরা নিজেদের ব্যাটিং খারাপ শুরু করলেও শেষ পর্যন্ত জনি বেয়ারস্টোর ১৪০ ও অ্যালেক্স হেলসের ৮৬ রানের সুবাদে সম্মানজনক স্কোর করতে সমর্থ হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।