ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দল নির্বাচনে প্রশ্ন তুললেন গেইল-স্যামিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২১, ২০১৬
দল নির্বাচনে প্রশ্ন তুললেন গেইল-স্যামিরা ছবি:সংগৃহীত

ঢাকা: আসছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশিয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল গঠন নিয়ে প্রশ্ন তুললেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইল, ড্যারেন স্যামি ও ডোয়েন ব্রাভো। তারা জানতে চেয়েছেন কাইরন পোলার্ড ও সুনিল নারিন ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট না খেলেও কিভাবে দলে ‍সুযোগ পেলেন।

যেখানে তারা সুযোগ পাননি।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে খেলার কারণে নাগিসো সুপার ৫০ ওভারের আসরে খেলতে পারেননি গেইল, স্যামি ও ব্রাভোরা। একই আসরে খেলেননি পোলার্ড ও নারিনও। অবশ্য সে সময় ফিটনেস সমস্যা ছিলেন পোলার্ড ও বোলিং থেকে অবৈধ ছিলেন নারিন।

আসছে জুনে ত্রিদেশিয় সিরিজের আগে ওপরের ক্রিকেটারদের মাঝে টুইট ও রিটুইট হয়। যেখানে গেইল জানান, পোলার্ড ও নারিন কিভাবে সুযোগ পেলেন। নারিনকে সে সময় ৫০ ওভারের টুর্নামেন্টে নেওয়া হয়নি। আর পোলার্ড ফিট থাকলে আমাদের মতো বিগ ব্যাশেই খেলতো।

এদিকে ব্রাভো ক্যারিবীয় নির্বাচকদের দল নির্বাচনকে ‘ম্যাজিক’ বলেছেন। তার লেখায় বলা হয় ‘জোক অব দ্যা ডে’। তারা ৫০ ওভারের টুর্নামেন্ট না খেলেও দলে সুযোগ পেয়ে ম্যাজিক দেখিয়েছে। তাহলে আমরা না খেলে ম্যাজিক দেখাতে পারলাম না কেন।

স্যামি শুভেচ্ছা জানিয়ে পোলার্ডকে বলেন, ‘তুমি ২০১৪ সাল থেকে কোন ওয়ানডেই খেলোনি। তবে কিভাবে তুমি দলে সুযোগ পেলে। ’

এদিকে স্যামির উত্তরে পোলার্ড জানান, ২০১৪ সাল থেকে তিনি কেন ওয়ানডে দলে সুযোগ পাননি, তিনি নিজেও তা জানেন না। তবে এবারের দলে আসাটা তার সৌভাগ্য বলেছেন তিনি।

গেইল, স্যামি ও ব্রাভো ছাড়াও হাইপ্রোফাইল ক্রিকেটার হিসেবে ক্যারিবীয় ত্রিদেশিয় সিরিজের দলে নেওয়া হয়নি অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। তিনিও সে সময় বিগ ব্যাশে ব্যস্ত ছিলেন। তবে বর্তমানে তিনি ইনজুরিতে ভুগছেন। কিন্তু এ চারজনই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।