ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ফিরছেন জঙ্গো-ক্রেমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ২১, ২০১৬
ভারতের বিপক্ষে ফিরছেন জঙ্গো-ক্রেমার ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে ঘিরে জিম্বাবুয়ে দলে ফিরছেন পেসার লুক জঙ্গো ও লেগস্পিনার গ্রায়েম ক্রেমার। এ দু’জনের সঙ্গে নেভিল মাদজিভি ইনজুরির কারণে ভারতের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি।

 

তবে আসন্ন সিরিজকে সামনে রেখে অনুশীলন করেছেন তারা।

বিশ্বকাপের আগে অনুশীলনের সময় চোখে চোট পেয়েছিলেন জঙ্গো। আর একই সময় হাতের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় ক্রেমারের। তবে ভারত সিরিজের আগে ৩০ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন তারা।

আগামী ১১ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে দু’দল। ১৮ জুন শুরু হবে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।