ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এক মিলিয়ন রুপি দিচ্ছে লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
এক মিলিয়ন রুপি দিচ্ছে লঙ্কান ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৬০ জনের প্রাণহানি হয়েছে। বাস্তুহারা হয়ে পড়েছে দুই লাখেরও বেশি মানুষ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছে লঙ্কান জাতীয় ক্রিকেট দল।
ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কা এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্থদের সাহায্যে তারা এক মিলিয়ন রুপি দেবেন।

বন্যাকবলিত এলাকার মানুষজনকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ টুইট করেছেন। তিনি জানান, আমরা বন্যায় এতো লোকের প্রাণহানির খবর শুনে মর্মাহত হয়েছি। যারা ক্ষতির সম্মুখিন হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি। আপনাদের পাশেই আছি আমরা।

লঙ্কান ক্রিকেট বোর্ডের সদস্য চান্দ্রিশান পেরেরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে দলের অধিনায়ক এক মিলিয়ন রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ম্যাথুজ এবং দলের বাকি সকল সদস্য আলোচনা করেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য আমরা খুব শিগগিরই ঘোষিত সাহায্য পাঠানোর ব্যবস্থা করছি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, কলম্বোর উত্তরাঞ্চলের কেলানী নদীর উপকূলীয় এলাকার অবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে, এই অবস্থায় জনগণকে আতঙ্কিত না হয়ে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণের কাজে সহযোগিতার আহ্বান জানাচ্ছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।