ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের কাছে পাপন বাহিনীর হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ২১, ২০১৬
ইংলিশদের কাছে পাপন বাহিনীর হার ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের দল (বাংলাদেশের সংসদ সদস্যরা) ইংল্যান্ডের সংসদ সদ্যদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হেরেছে। নাইমুর রহমান দুর্জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ৮ উইকেটে হারতে হয়েছে পাপন বাহিনীকে।

শুক্রবার (২২ মে) ব্যাংক অব ইংল্যান্ড স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে বাংলাদেশের দলটি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। জবাবে, দুই উইকেট হারিয়ে ১৬৯ রান করে জয়ের বন্দরে পৌঁছে ব্রিটিশ মেম্বাররা।

বাংলাদেশের পক্ষে তিনজন সংসদ সদস্য মাঠে নামেন। বাকি ৮ জন ছিলেন পেশাদার ক্রিকেটার। তাদের মধ্যে তিনজন ছিলেন ব্রিটিশ বাংলাদেশি।

এ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের দলটি আরও দুটি অনুশীলন ম্যাচ খেলে। দুটি ম্যাচেই জিতেছিল পাপন বাহিনী। আর দুটি ম্যাচেই দারুণ পারফর্ম করেছিলেন এ ম্যাচে না খেলা সোহেল তাজ এবং জাহিদ হাসান রাসেল।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।