ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অসময়ে’ ফিনিশার রূপে ‘ধোনি, শেষ ওভারে জিতলো পুনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ২১, ২০১৬
‘অসময়ে’ ফিনিশার রূপে ‘ধোনি, শেষ ওভারে জিতলো পুনে ছবি: সংগৃহীত

ঢাকা: কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টস। ‘বড্ড দেরিতে’ ফিনিশার রূপে আবির্ভূত ধোনির শেষ ওভারের ঝড়ে ৪ উইকেটের জয় পায় পুনে।

পয়েন্ট টেবিলে সাত নম্বরে থাকা পুনের ১৪ ম্যাচে এটি পঞ্চম জয়। আর পাঞ্জাবের ১৪ ম্যাচ শেষে সঙ্গী ১০টি পরাজয়।

 

বিশাখাপত্তমে আইপিএলের ৫৩তম ম্যাচে মাঠে নামে পুনে আর পাঞ্জাব। আগে ব্যাট করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বিশাল টার্গেট পাড়ি দিতে পুনে ৬ উইকেট হারালেও শেষ ওভারে ধোনির বিশাল তিনটি ছক্কা আর একটি চারের সাহায্যে জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

পাঞ্জাবের হয়ে ওপেনার হাশিম আমলা ৩০ ও মুরালি বিজয় ৫৯ রান করেন। ইনিংস সর্বোচ্চ রান করতে পাঞ্জাবের দলপতি বিজয় ৪১ বলে চারটি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারি হাঁকান।

এছাড়া, গুরকিরাত সিং ৩০ বলে তিনটি করে চার ও ছক্কায় করেন ৫১ রান। ডেভিড মিলার পেরেন মাত্র ৭ রান করে।

পুনের হয়ে ৪ ওভারে ৩৪ রান খরচ করে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন রবীচন্দ্রন অশ্বিন।

১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পুনের ওপেনার আজিঙ্কা রাহানে ১৯ আর উসমান খাজা ৩০ রান করে বিদায় নেন। জর্জ বেইলির ব্যাট থেকে আসে ৯ রান। সৌরভ তিওয়ারি করেন ১৭ রান।

দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন ধোনি। পুনের এই দলপতি ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৩২ বলে চারটি চার আর পাঁচটি ছক্কা হাঁকান তিনি। ২৩ রান করেন থিসারা পেরেরা।

জয়ের জন্য পুনের শেষ ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। আকসার প্যাটেলের করা শেষ ওভারের প্রথম বলে কোনো রান নিতে পারেননি ধোনি। পরের বলটি ওয়াইড হয়। ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ধোনি। তৃতীয় বলে কোনো রান না নিলেও চতুর্থ বলে পুনের দলপতির ব্যাট থেকে একটি চার আসে। পঞ্চম বলে আবারো ছক্কা হাঁকান ধোনি। জয়ের জন্য শেষ বলে একটি ছক্কার দরকার ছিল পুনের। দলকে জেতাতে ধোনি সেটিই সম্ভব করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।