ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ে নয়, বাগদান হয়েছে রুবেলের!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মে ২১, ২০১৬
বিয়ে নয়, বাগদান হয়েছে রুবেলের! ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও বিয়ে নয়, মূলত বাগদান সম্পন্ন হয়েছে তার। কিছুদিন থেকেই দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে রুবেল হোসেনের বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে।

তবে এখনও পর্যন্ত বিষয়টি সত্য কিনা তা কেউই প্রকাশ করতে পারেননি।

আর এ নিয়ে জানতে শনিবার (২১ মে) সন্ধ্যায় রুবেলের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার বাবা মুফতি আবু বকর সিদ্দিক কথা বলেন। তিনি বাংলানিউজকে জানান, ‘রুবেলের বিয়ে এখনও হয়নি। ওর বাগদান করে রেখেছি। যেহেতু তেমন কিছুই হয়নি তাই মিডিয়াকে কী আর বলবো?’

মেয়ের নাম কী, থাকে কোথায়? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমি ভালো বলতে পারবো না। বাকিটা রুবেলকে ফোন করে জেনে নিন। ’ এরপর আর কিছু না বলেই ফোনের সংযোগ কেটে দেন রুবেলের বাবা।

পরে ফের ফোন করা হলে জানা যায়, লাইনটি তিনি কেটে দেননি, কেটে গিয়েছিল। রুবেলের বাবা জানান, ‘মেয়ের নাম দোলা। বাড়ি বাগেরহাট জেলার মুনিগঞ্জ। ’

এ বেশি কিছু তিনি আর জানাতে রাজি হলেন না।

রুবেলের মতো লুকোচুরির আশ্রয় নিয়ে তার বাবা আবু বকর সিদ্দিক বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে নিজ জেলা বাগেরহাটের মুনিগঞ্জ এলাকায় ওষুধ কোম্পানিতে কর্মরত কামরুল ইসলামের কন্যা ইসরাত জাহান দোলার সঙ্গে বিয়ে হয় রুবেলের। তবে, বিষয়টি শুধুমাত্রই অনুমান নির্ভর। কারণ রুবেলের পরিবার বলছে বিয়ে হয়নি, হয়েছে বাগদান।

গত বছর মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কের জের ধরে কম ভুগতে হয়নি রুবেলকে। অবশ্য রুবেল সেসব কাটিয়ে এখন মনোযোগ দিয়েছেন শুধুই ক্রিকেটে। ইনজুরির সঙ্গে যুদ্ধ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে আবারও খেলায় ফিরেছেন এই গতি তারকা। প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৭.৮৮ গড় ও ৪.৭৩ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন এই পেসার।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ২১ মে ২০১৬/আপডেট ২২১৬
এইচএল/এমআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।