ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সেই মেয়ের জন্মদিনে আফ্রিদির শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ২২, ২০১৬
সেই মেয়ের জন্মদিনে আফ্রিদির শুভেচ্ছা ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি পাকিস্তানের সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদির কন্যার মৃত্যুর মিথ্যে খবর ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয় আফ্রিদির কন্যা আসমারা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।

এমনকি কোথাও কোথাও মিথ্যে ছবিও পোস্ট করা হয়।

 

পরবর্তীতে জানা যায়, আফ্রিদির কন্যা নন, পাকিস্তানি পেসার জুনায়েদ খানের প্রথম সন্তান মারা গিয়েছে।

ক্যান্সারকে জয় করা আসমারার চতুর্থ জন্মদিন উপলক্ষে আফ্রিদি তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, গোলাপি জামা পরা আসমারা বাবার (আফ্রিদি) গালে চুমু খাচ্ছে। ছবির সঙ্গে ক্যাপশনও ছিল।

মেয়ের জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘আমার ছোট্ট রাজকন্যার আজ চতুর্থ জন্মদিন। বাবা এমন সুন্দর একটা পুতুল পেয়ে ভাগ্যবান। বাবা তাকে খুব ভালোবাসে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।