ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৪ ওভার শেষে কলকাতা ১৩০/৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ২২, ২০১৬
১৪ ওভার শেষে কলকাতা ১৩০/৩ ছবি: সংগৃহীত

ঢাকা: প্লে-অফ নিশ্চিত করতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার এ লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে কলকাতা।

এ রিপোর্ট লেখা অবধি কলকাতা ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে।

কলকাতার হয়ে ব্যাটিং উদ্বোধনে আসেন দলপতি গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা। আর বল হাতে হায়দ্রাবাদের আক্রমণ শুরু করেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে আউট হন উথাপ্পা। বারিন্দ্রান স্রানের বলে উইলিয়ামসনের হাতে ধরা পড়েন ১৭ বলে চারটি বাউন্ডারিতে ২৫ রান করা উথাপ্পা।

দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারানো কলকাতা তাদের দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৪৮ রানের মাথায়। কলিন মুনরোকে ফেরান দীপক হুদা। উইকেটরক্ষক নামান ওঝার গ্লাভসে ধরা পড়ার আগে মুনরো করেন ১০ রান। অষ্টম ওভারে দীপক হুদার দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন ইনফর্ম গম্ভীর। ১৫ বলে ১৬ রান করে হেনরিকসের হাতে ধরা পড়েন কলকাতার দলপতি।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নার। প্লে-অফ নিশ্চিত করা সানরাইজার্স হায়দ্রাবাদের লক্ষ্য শীর্ষ দুইয়ে থেকে সরাসরি কোয়ালিফায়ার ম্যাচ খেলা।

আইপিএলের ৫৫তম ম্যাচে কলকাতার একাদশে রয়েছেন সাকিব আল হাসান। আর হায়দ্রাবাদের সেরা অস্ত্র মুস্তাফিজও রয়েছেন একাদশে। রোববার (২২ মে) ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা গুজরাট লায়ন্সের সংগ্রহ ১৪ ম্যাচে ১৮। এ ম্যাচে মাঠে নামার আগ পর্যন্ত এক ম্যাচ কম খেলা সানরাইজার্স ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছিল। এখন পর্যন্ত এই দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। সমান ম্যাচে ১৪ পয়েন্টে তিনে বেঙ্গালুরু ও একই পয়েন্টে চারে কলকাতা।

টুর্নামেন্টে প্রথম দেখায় (১৬ এপ্রিল) নিজেদের মাঠেই কলকাতার কাছে আট উইকেটের বড় ব্যবধানে হার মানে সানরাইজার্স।

সানরাইজার্স একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, যুবরাজ সিং, দীপক হুদা, ময়েজেস হেনরিকস, নামান ওঝা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, করন শর্মা, মুস্তাফিজুর রহমান, বারিন্দার স্রান।

কলকাতা একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মানিশ পান্ডে, সূর্যকুমার যাদব, সাকিব অাল হাসান, উইসুফ পাঠান, কলিন মুনরো, সুনীল নারাইন, অঙ্কিত রাজপুত, কুলদীপ যাদব, জ্যাসন হোল্ডার।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২২ মে ২০১৬  আপডেট: ১৭২৭ ঘণ্টা
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।