ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপি হারালো নেপাল ক্রিকেট একাডেমিকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ২২, ২০১৬
বিকেএসপি হারালো নেপাল ক্রিকেট একাডেমিকে

ঢাকা: নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বিকেএসপি’তে। গত ১৯ মে সফরকারী দলটি বিকেএসপি’তে আসে।

আমন্ত্রণমূলক এ প্রতিযোগিতায় সফরকারী দলটি  বিকেএসপি’র অনূর্ধ্ব-১৭ দলের সাথে ৫টি সীমিত ওভার ও একটি টি-টোয়েন্টি খেলায় অংশ নেবে।

 

প্রথম সীমিত ওভারের ম্যাচে বিকেএসপি ১৪৯ রানের বিশাল ব্যবধানে সফরকারী দলকে পরাজিত করে শুভসূচনা করে।

দ্বিতীয় সীমিত ওভারের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর তৃতীয় সীমিত ওভারের ম্যাচে বিকেএসপি ৮ উইকেটে নেপাল ক্রিকেট একডেমিকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে।

তৃতীয় ম্যাচে নেপাল ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ২৯ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে, বিকেএসপি ১১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বিকেএসপি’র আরহাম ও আসিফ ৩৬ ও ২৬ রানে অপরাজিত থেকে ১১ ওভারে মধ্যেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

বিকেএসপি’র মহিউদ্দিন ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট তুলে নেন। প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগে. জে. মো সামছুর রহমান খেলাটি উপভোগ করেন এবং দুই দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ২৪ ও ২৫ মে বাকি দুটি সীমিত ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।