ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কোচ নির্বাচনে বিসিসিআই’র আবেদন প্রক্রিয়া শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৬
কোচ নির্বাচনে বিসিসিআই’র আবেদন প্রক্রিয়া শুরু ভারতীয় দলের কোচ হবেন কী রবি শাস্ত্রী?/ছবি: সংগ্রহীত

ঢাকা: ভারতীয় দলের কোচ নির্বাচনে উঠেপড়েই লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ লক্ষ্যে আবেদন প্রক্রিয়ার কার্যক্রমও শুরু করা হয়েছে।

টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে আগ্রহীগণ আগামী ১০ জুন পর্যন্ত বিসিসিআই’র কাছে আবেদন করতে পারবেন।

জুনে আসন্ন জিম্বাবুয়ে সফরে (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফদের দায়িত্বে থাকার সম্ভাবনাই বেশি। আগামী জুলাই-আগস্টে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই দীর্ঘমেয়াদে যোগ্য কোচ দিতে চায় বোর্ড।

২০১৪ সালে ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে ভারতের কোচিং স্টাফে টিম ডিরেক্টর পদে রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ বি আরুন ও ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধর দায়িত্ব নিয়েছিলেন। গত মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শেষে তাদের মেয়াদ শেষ হয়।

কোচ নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই’র নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুরাগ ঠাকুর বলেন, ’ভারতীয় টিমের প্রধান কোচ হতে যারা আগ্রহী তাদেরকে ১০ জুনের মধ্যে বিসিসিআই’র কাছে আবেদন করতে হবে। এরপরই সবার মধ্য থেকে পদপ্রার্থী চূড়ান্ত করা হবে। ২০১৯ ওয়ার্ল্ডকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদী কোচিং স্টাফে চোখ রাখছে বিসিসিআই। বর্তমানে আমাদের দল টেস্ট ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় ও ওয়ানডেতে পুরুষ ও নারী উভয় টিমই চতুর্থ স্থানে। টিম ইন্ডিয়াকে সব ফরমেটে এক নম্বরে আনতে আমরা সম্ভাব্য সব পদক্ষেপই গ্রহণ করবো। ’

রবি শাস্ত্রী ও তার কোচিং স্টাফদেরও ভূয়সী প্রশংসা করেন অনুরাগ ঠাকুর, ‘অতীতে তারা সফলতার সঙ্গে কাজ করেছে এবং তাদের অধীনে ভারতীয় দলে পারফরম্যান্স ভালো ছিল। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।