ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান দলে ফিরলেন ‘ডোপপাপী’ পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৬
লঙ্কান দলে ফিরলেন ‘ডোপপাপী’ পেরেরা ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের ডিসেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হওযার দায়ে ক্রিকেটে নিষেধাজ্ঞার ‍আওতায় পড়েন। তবে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে গত ১১ মে নিষেধাজ্ঞা তুলে নেয় আইসিসি।

এরই সুবাদে এবার শ্রীলঙ্কা দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা।

চলমান ইংল্যান্ড সফরে ইনজুরি আক্রান্ত পেসার ধাম্মিকা প্রসাদের জায়গায় ডাক পেয়েছেন পেরেরা। ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তার ইংল্যান্ডে উড়াল দেওয়ার কথা রয়েছে। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

হেডিংলিতে অনুষ্ঠিত তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংলিশদের কাছে ইনিংস ও ৮৮ রানের বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবে লঙ্কানরা। সিরিজ বাঁচাতে আগামী ২৭ মে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা।

টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।