ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে অষ্টম রাউন্ডের খেলা  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৬
শুরু হচ্ছে অষ্টম রাউন্ডের খেলা   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: চার দিন বিরতির পর মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের খেলা। মঙ্গলবার (২৪ মে) মাঠে নামবে ছয়টি দল।

দলগুলো হলো, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, আবাহনী ও কলাবাগান ক্রিকেট একাডেমি।

মিরপুরে সকাল ৯টায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানধারী মোহামেডানের মুখোমুখি হবে ছয় নম্বরে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেটার্স।

প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে ৭ ম্যাচের ৫ জয় ও ২ হারে প্রাইম দোলেশ্বরের সমান ১০ পয়েন্ট নিয়ে মোহামেডান নেট রান রেটে এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে প্রাইম দোলেশ্বরের কাছে হেরে যাওয়ায় লিগের নিয়মা অনুযায়ী শীর্ষে প্রাইম দোলেশ্বর।

একই সময়ে দিনের অপর ম্যাচে ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামবে একেবারে তলানীতে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমি।

আর সাভারের বিকেএসপিতে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ নবম স্থানে অবস্থান করা আবাহনী।
   
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৩ মে ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।