ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের আরেকটি কীর্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৬
তামিমের আরেকটি  কীর্তি তামিম ইকবাল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে বেশি রেকর্ড গড়ার নায়ক তামিম ইকবাল এবার গড়লেন আরও একটি কীর্তি। প্রথম বাংলাদেশি ক্রিকেটোর হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এ বাঁহাতি ওপেনার।

মঙ্গলবার (২৪ মে) বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে  মাঠে নামার আগে ৬ হাজার থেকে ৩৮ রান দূরে ছিলেন আবাহনীর এ অধিনায়ক।

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তামিম ইনিংসের ১৮তম ওভারে পাকস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকয়ি রেকর্ডবুকে নাম লেখান। অর্ধশতক (৫৫) পূর্ন করে মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম।
 
তামিমের চেয়ে ৫৯ রান পিছিয়ে থেকে থেকে মঙ্গলবার মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম। ৬ হাজার থেকে ৯৭ রান দূরে থাকা মুশফিকের সুযোগ ছিল মাইলফলক ছোঁয়ার। কিন্ত মুশফিক এদিন রুবেলে হোসেনের বলে আউট হলেন রানের খাতা খোলার আগেই।

১১ বল মোকাবেলা করেও শুন্য রাতে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ককে।
 
লিস্ট ‘এ’ ম্যাচে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:
তামিম ইকবাল ৬০১৭
মুশফিকুর রহমি ৫৯০৩
সাকিব আল হাসান ৫২৭৬
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০
মোহাম্মদ আশরাফুল ৪৬৭১

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।