ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন লঙ্কান চামিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন লঙ্কান চামিরা দাশমানথা চামিরা-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড সফররত শ্রীলঙ্কান ফাস্ট বোলার দাশমানথা চামিরা ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন। কাঁধের ইনজুরিতে ভুগছেন তরুণ এ পেসার।

প্রায় চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে ২৬ জুলাই থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।

 

আগামী বুধবার চামিরার পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। এবারের ইংলিশ সফরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কান দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন চামিরা। এর আগে অনুশীলন ম্যাচে চোট পেয়ে দেশে ফিরে যান পেসার ধামিকা প্রশাদ।

হেডেংলিতে প্রথম টেস্টে ৬৪ রানে তিনটি উইকেট পেয়েছিলেন চামিরা। যেখানে তিনি ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান করা জনি বেয়ারস্টোর উইকেটটি তুলে নিয়েছিলেন। ম্যাচটিতে লঙ্কানরা এক ইনিংস ও ৮৮ রানে হার মানে।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর চামিরা এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন। এছাড়া দলটির হয়ে নয়টি ওয়ানডে ম্যাচে ১০টি উইকেট লাভ করেন তিনি। যেখানে ১৩টি টি-টোয়েন্টিতেও তার দখলে রয়েছে সমান ১০টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।